ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে আর্সেনাল

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। প্রথম সেমিফাইনালে সিটিজেনদের ২-০ গোলে হারিয়েছে গানাররা। জোড়া গোল করেছেন পিয়েরে এমেরিক অবামেয়াং।
ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দাপুটে ফুটবল খেললেও, ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর অনুপস্থিতি ভালোভাবেই ভুগিয়েছে ম্যানচেস্টার সিটিকে। আর্সেনাল রক্ষণে একের পর আক্রমন করেও, ম্যানসিটি’র দুর্বল ফিনিশিংয়ের অভাব ছিলো স্পট। ধারার বিপরীতে ম্যাচের ১৯ মিনিটে লিড নেয় আর্সেনাল। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও এক গোল পায় গানাররা। ম্যাচের ৭১ মিনিটে আর্সেনালকে ২-০ গোলের জয় উৎসবে মাতান অবামেয়াং। পুরো ম্যাচে ৭২ শতাংশ বল নিজেদের দখলে রেখেও হার এড়াতে পারেনি ম্যানসিটি।