মৌসুমি ফলে জমজমাট বগুড়ার ফলের আড়ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
মৌসুমি ফলে ভরপুর এখন বগুড়া। জমজমাট ফলের আড়তে প্রতিদিন বেচাকেনা হচ্ছে প্রায় অর্ধকোটি টাকা। তবে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, ফল কেনা-বেচায় বেশি কমিশন আদায় করছে মালিক সমিতি।
ভোর থেকেই বগুড়া শহরের স্টেশন রোডের ফলপট্টিতে শুরু হয় মহাব্যস্ততা। আম, জাম,কাঁঠাল,লিচু,আনারসসহ সব মৌসুমি ফলের বেচাকেনা চলে। সবচেয়ে বেশি উঠেছে আম। তবে, আমদানির চেয়ে ক্রেতা ও দাম দুটোই কম।ব্যবসায়ীরা বলছে,বাগানে আম পাড়ার সময় বেঁধে দেয়ায় এখন আর কেমিক্যাল দিতে হয় না। তবে, ফল কেনা-বেচায় কমিশন বেশি নেয়ার অভিযোগ খুচরা ব্যবসায়ীদের।
এ অভিযোগ অবশ্য অস্বীকার করে ব্যবসায়ী সমিতি। স্থানীয়ভাবে উৎপাদন বাড়লেও, এখনো অন্য জেলার ফল দিয়েই বগুড়াবাসীর চাহিদা পুরণ হচ্ছে।