মৌলভীবাজারে দুইজনসহ সাভার ও মাদারীপুরে ৪ জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে দুইজনসহ সাভার ও মাদারীপুরে ৪ জনের মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখায় স্কুল ছাত্রী ও কমলগঞ্জে চা শ্রমিকসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নে ফাতেমা বেগম নামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৬টায় দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর গ্রামে তার বাড়ির পাশে তেতুল গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাতেমা বেগম আমিনুল হকের মেয়ে । ফাতেমা স্থানীয় ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। এদিকে কমলগঞ্জ উপজেলার মাধবপুরে এক চা শ্রমিকের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গেলরাত সাড়ে ১২টায় উপজেলার মাধবপুর চা বাগানের ৩ নং লাইনের চা শ্রমিক রাধেশ্যাম রবিদাসের স্ত্রী ৪ সন্তানের জননী সাবিত্রীর নিজের রান্নাঘরের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাভারের আশুলিয়ায় সেন্টু সরকার নামের এক সৌদি প্রবাসীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের কন্ডা মধুপুরের খন্দকারপাড়া এলাকার নিজের নির্মানাধীন বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সৌদি প্রবাসী সেন্টু সরকার ধামরাইয়ের তেরধারা গ্রামের নারায়ন সরকারের ছেলে।
এদিকে, মাদারীপুরের শিবচরের মাদবরচর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে গলায় ফাঁস দেয়া অবস্থায় ইয়াসমিন বেগম নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।





















