মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইজদিহি পাহাড়ে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪২:০০ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৭৫১ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইজদিহি পাহাড়ে রেবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। এ সময় রেবের তিন সদস্য আহত হয়েছেন।
রেব শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জানান, ভোরে মাইজদী পাহাড়ি এলাকায় টহলের সময় তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা। রেবের পক্ষ থেকেও পাল্টা গুলি ছোড়া হয়। এসময় রেবের তিন সদস্য আহত হন। গোলাগুলি থেমে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।