মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে আলাদা দু’টি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০২:০২:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
- / ১৭৭৬ বার পড়া হয়েছে
নিখোঁজের একদিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে আলাদা দু’টি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল উপজেলায় সাতগাও ইউনিয়নের আমরইল ছড়া চা বাগানে নুরুল ইসলাম নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। শ্রীমঙ্গল থানা ওসি তদন্ত সোহেল রানা এ খবর নিশ্চিত করেছেন। অপরদিকে কমলগঞ্জ উপজেলার নিখোঁজের একদিন পর ধলাই নদীতে ভাসমান অবস্থায় রামেশ্বর নামে এ চা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
মাদারীপুরের রাজৈরে মাছের ঘের দেখতে গিয়ে বন্যার পানিতে ডুবে সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া এর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার ইশিবপুর গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া বাড়ির পাশের মাছের ঘের দেখতে গিয়ে বন্যার পানিতে ডুবে যায়।
এদিকে, গাইবান্ধার সুন্দরগঞ্জে রোজিনা বেগম নামে এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী ছামিউলকে আটক করেছে পুলিশ।