মোবাইল গেম আসক্তি ও করোনায় বেড়েছে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা : শিক্ষামন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
মোবাইল গেম আসক্তি ও করোনা পরিস্থিতি শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এই প্রবণতা রোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের ব্যবস্থা নেয়া হয়েছে।
দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ চত্বরে মাছের পোনা অবমুক্ত ও নদী ভাঙনের শিকার ৫২৫ পরিবারের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. দীপু মনি। তিনি বলেন, এই সমস্যা নিরসনে দেশের এক লাখ শিক্ষাপ্রতিষ্ঠানের দুই লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, এ থেকে পরিত্রাণের জন্য পাঠ্যক্রমে বাড়তি পড়াশোনার চাপ কমিয়ে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালু হচ্ছে। পরিস্থিতির অবশ্যই উন্নতি ঘটবে প্রত্যাশা করেন তিনি। শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বানও জানান শিক্ষামন্ত্রী।