মেহেরপুর সরকারি শিশু পরিবারে নিবাসীদের মেধাবৃত্তির চেক বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬০৯ বার পড়া হয়েছে
মেহেরপুর সরকারি শিশু পরিবারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এবং কম্পিউটার ল্যাব উদ্বোধনসহ নিবাসীদের মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে
বেলা ১২টার দিকে, শহরের ওয়াপদা মোড়ে শিশু পরিবার চত্ত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। প্রধান অতিথি ছিলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন।এসময় ‘শেখ হাসিনার হাতটি ধরে, পথের শিশু যাবে ঘরে’ এই স্লোগানকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনে শিশু পরিবারে নিবাসী মেধাবী ১৬ শিক্ষাথীদের মাঝে চেক প্রদান এবং দুজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার তুলে দেন জনশ্রাসন প্রতিমন্ত্রী।



















