মেহেরপুর শহরের থানা পাড়ায় সমাজ সেবা অধিদপ্তরের মাঠকর্মীকে কুপিয়ে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
মেহেরপুর শহরের থানা পাড়ায় ফারুক আহম্মেদকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গেলোরাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন সমাজ সেবা অধিদপ্তরের পৌর এলাকার মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সুপার জানান, রাতে নিহত ফারুক নিজ বাসায় ফেরার পথে বাসার সামনের সড়কেই দুর্বৃত্তদের হামলার শিকার হন। পুলিশ মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রেখেছে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।