মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষের আলোচনা সভা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা “জাতির পিতার শিক্ষা ভাবনা” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার রাতে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। তিনি বলেন বঙ্গবন্ধুর শুধু জাতির পিতা নন তিনি একজন জাতির শিক্ষক তার যে দর্শণ প্রগতিশীল দলসমূহ এখনো বঙ্গবন্ধুকে চর্চা করে।











