মেহেরপুরে টিউবওয়েল থেকে বেরোচ্ছে অবিরাম পানি !
- আপডেট সময় : ০৭:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে হাতলে চাপ ছাড়াই একটি টিউবওয়েল দিয়ে নিরবচ্ছিন্নভাবে পানি বের হচ্ছে। ওই টিউবওয়েলের পানিতে মানুষের রোগ ভালো হচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়েছে। করোনা মহামারিসহ নানা রকম জটিল রোগ থেকে সুস্থ হওয়ার আশায় ওই টিউবওয়েলের পানির জন্য দলে দলে ছুটছে মানুষ। তবে, স্বাস্থ্য বিভাগ বলছে, গ্যাসের চাপে এমনটি ঘটছে।
মেহেরপুরে টিউবওয়েলের পানিতে রোগ মুক্তির গুজব, ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ মানুষের মুখে মুখে। পানি পান করার পাশাপাশি বোতলে ভরে নিয়ে যাচ্ছে তারা। নিজে যেতে না পারলে অন্যের কাছ থেকে পানি সংগ্রহ করছে অনেকে। তবে, ওই পানি পান করে রোগ মুক্তি হয়েছে, এমন কাউকে পাওয়া যায়নি এখনো। তারপরও, নারী-পুরুষ, শিশুসহ নানা শ্রেণি-পেশার মানুষ পানি নিচ্ছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বিষয়টিকে অলৌকিক মনে করে, সুস্থতার আশায় দূর-দূরান্ত থেকে পানি নিয়ে যাচ্ছে অনেকে।
পানি বের হওয়ার দৃশ্যটি ফেসবুকে ঘুরছে। সেখানে একজন পানি পানে সুস্থতার দাবি করেছে। এখন দলে দলে পানি নিতে আসছে মানুষ।
ভবানীপুরের টিউবওয়েল থেকে পানি বের হওয়াটা কোনো অলৌকিক ঘটনা নয় বলে জানিয়েছেন, স্থানীয় কলেজের এই ভূগোল শিক্ষক।
রোগের ধরণ বা উপসর্গ বুঝে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়। তাতেই রোগী সুস্থ হয় বলে জানান, এই চিকিৎসক।
পানিতেই সব রোগের মুক্তি মিলবে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। গুজবের হুজুগে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
















