মেসিকে নিয়ে গুঞ্জন উঠেছে ক্রীড়াঙ্গনে

- আপডেট সময় : ০৯:৪১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আগামী মৌসুমে বার্সেলোনা ছেড়ে ইন্টার মিলানে পাড়ি জমাবেন আর্জেন্টাইন বার্সা তারকা লিওনেল মেসি। আর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোকে কারামুক্ত করতে বিশাল অঙ্কের অর্থ খরচ করেছেন মেসি, সম্প্রতি এমন দুটি গুঞ্জন উঠেছে ক্রীড়াঙ্গনে।
অবশেষ সেই গুঞ্জন উড়িয়ে দিলেন লিওনেল মেসি। এক টুইট বার্তায় এই আর্জেন্টাইন জানিয়েছে দুটি সংবাদই ভুয়া। ৩২ দিন পর প্যারাগুয়ের কারাগার থেকে ছাড়া পেয়েছেন রোনালদিনহো ও তার ভাই রবার্তো অ্যাসিস। যার বিনিময়ে ১.৬ মিলিয়ন ডলার জরিমানা দিতে হয়েছে রোনালদিনহোকে। ‘টিএনটি’ স্পোর্টস’র রিপোর্টে দাবি সেই অর্থ প্রদান করেছেন মেসি। তবে রোনালদিনহোর এই কারামুক্তির সঙ্গে কোনোভাবেই জড়িত নন বলে জানিয়েছেন মেসি। রোনালদিনহো ইস্যু ছাড়াও সম্প্রতি ছড়িয়ে পড়া তার ইন্টার মিলানে যোগ দেয়া নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন মেসি। ‘টিএনটি স্পোর্টস’র দুটি টুইটের স্ক্রিনশট পোস্ট করে মেসি জানান, দুটি সংবাদই ভুয়া।