মেরিলিবোন ক্রিকেট ক্লাবের প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ক্লেয়ার কনর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
২৩৩ বছরের সুদীর্ঘ ইতিহাসে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ক্লেয়ার কনর। বর্তমান প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হবেন সাবেক ইংলিশ এই ক্রিকেটার।
সদস্যদের অনুমোদন সাপেক্ষে ২০২১ সালের ১ অক্টোবর এমসিসি’র দায়িত্ব নেবেন ইংল্যান্ডের হয়ে ১৬ টেস্ট, ৯৩ ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলা কনর। ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির প্রেসিডেন্টের দ্বায়িত্ব নিতে পারবনে এমন খবরে বেশ উচ্ছ্বসিত ৪৩ বছর বয়সী সাবেক এই ইংলিশ ক্রিকেটার। বর্তমানে এমসিসি’র দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন সাঙ্গাকারা। ২০০০ সালে ইংল্যান্ড জাতীয় নারী ক্রিকেট দলের নেতৃত্ব পান কনর। ২০০৫ সালে দেশকে জেতান প্রথম অ্যাশেজ ট্রফি।