মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি প্রায় ৬২ ভাগ সম্পন্ন: সেতুমন্ত্রী

- আপডেট সময় : ০১:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি প্রায় ৬২ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি প্রায় ৮৪ ভাগ।
সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে মেট্রোরেল নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতির বিষয়ে এসব কথা জানান তিনি। প্রথম উড়াল মেট্রোরেল ছয় কোচ বিশিষ্ট চব্বিশ সেট মেট্রোট্রেনে মোট কোচের সংখ্যা ১৪৪টি জানিয়ে সেতুমন্ত্রী বলেন, গতকাল ছয়টি কোচ বিশিষ্ট প্রথম মেট্রোট্রেন সেট ঢাকার উত্তরায় অবস্থিত ডিপোর নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছেছে। দ্বিতীয় মেট্রোট্রেন সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্রবন্দরে গতকাল সম্পন্ন হয়েছে উল্লেখ করে, ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, আগামী ১৬ জুনের মধ্যে দ্বিতীয় সেটটি বাংলাদেশের মংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে পৌঁছবে।