মেজর সিনহা হত্যা মামলার চতুর্থ দফায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৮৭৫ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চতুর্থ দফায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়। ১০টার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে শুরু হয় বিচারিক কার্যক্রম। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানান, আজ চতুর্থ দফার দ্বিতীয় দিনে ১৭তম সাক্ষী স্থানীয় ঠিকাদার হাম জালালের অসমাপ্ত সাক্ষ্য শুরু হয়েছে। এরপর ১৮তম সাক্ষি হিসেবে ফরিদুল মোস্তফা খান, ছালেহ আহমদ ও বেবী বেগম নামে আরো তিনজনকে আদালতে প্রস্তুত রাখা হয়।























