মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তৃতীয় ধাপে সাক্ষ্য গ্রহনের দ্বিতীয় দিন আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৫০ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তৃতীয় ধাপে সাক্ষ্য গ্রহনের দ্বিতীয় দিন আজ।
সকালে জেলা ও দায়রা আদালত মোহাম্মদ ইসমাইলের আদালতে এই সাক্ষগ্রহণ শুরু হয়। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানান, বিচারিক কার্যক্রমের শুরুতে সাক্ষ্য দিচ্ছেন টেকনাফের স্থানীয় বাসিন্দা মারিশবনিয়া জামে মসজিদের ইমাম মাওলানা জহিরুল ইসলাম। এরপর সাক্ষ্য গ্রহণের জন্য আরও চারজনকে উপস্থিত রাখা হয়েছে। এর আগে সোমবার সিনহা হত্যা মামলার তিন সাক্ষী আব্দুল হামিদ, মোহাম্মদ ফিরোজ মাহমুদ ও শওকত আলীর সাক্ষ্যগ্রহন ও জেরা শেষ করে আদালত। এনিয়ে এই মামলার ৯ জনের সাক্ষ্য নিলো আদালত।





















