মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ
- আপডেট সময় : ০২:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের ছোট মোল্লাকান্দি ও খাসকান্দির চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। দফায় দফায় সংঘর্ষে ব্যাপক ককটেল বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গুলিবিদ্ধ আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও সুজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অবস্থায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অপর আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে এলাকাবাসী। অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম জানান, চর কেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন ভূঁইয়া ও বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান জীবন গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বেশ কয়েকজন আহত হন। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে থেমে থেমে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।























