মুনিয়া হত্যা প্ররোচণা মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন

- আপডেট সময় : ০৮:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- / ১৯৬৭ বার পড়া হয়েছে
মোসারাত জাহান মুনিয়ার হত্যা প্ররোচণা মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা প্রজন্ম।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আযোজিত মানববন্ধনে তারা এ দাবি তুলে ধরে বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে আইনের আওতায় নেয়ার পাশাপাশি তাকে গ্রেফতারের দাবি জানান মুক্তিযোদ্ধার সন্তানরা। আনভীরের এসব আপত্তিকর কাজের আশ্রয়-প্রশ্রয়দাতা তার মা ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তারা। এঘটনার মধ্যদিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সরকারের হস্তক্ষেপ আশা করেন মুক্তিযোদ্ধার সন্তানরা।গেলো ২৭ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ফ্লাট থেকে কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় অভিযুক্ত আনভীরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হলেও এখনও আনভীরকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করা হয় মানববন্ধনে।