মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা নেয়ার আবেদন করেছেন মুনিয়ার বোন নুসরাত জাহান।
সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আদালতে মোসারাত জাহান মুনিয়ার বোন নুসরাত জাহান মামলা নেয়ার জন্য এই আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলায় আরো আসামী করা হয়, আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা সোবহান, আনভীরের স্ত্রী সাবরিনা শারমিন, সাইফা রহমান মিম, কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং ইব্রাহিম আহমেদ রিপনকে। চলতি বছরের ২৭ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
























