মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাদারীপুরের কয়ারিয়ায় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জমকালো আয়োজন আর উৎসবমূখর পরিবেশে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়ায় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সকালে এলাকাবাসীর উদ্যোগে এস.পি.এস উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ মাঠে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আকনের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা, সরকারী শেখ হাসিনা উইমেন্স অ্যান্ড একাডেমীর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ দেলোয়ার হোসেন বাবলু, কয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম খোকনসহ অন্যরা।