মুজিব শতবর্ষ উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদা ছড়ি বিতরণ

- আপডেট সময় : ০৮:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৬২৯ বার পড়া হয়েছে
৩শ ৬০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে স্মার্ট ও সাদা ছড়ি দিয়েছে রেব। দুপুরে ঢাকার কুর্মিটোলায় রেব সদর দপ্তরে মুজিব শতবর্ষ উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদা ছড়ি তুলে দিয়ে রেব মহাপরিচালক চৌধুরি আব্দুল্লাহ আল মামুন বলেন, স্মার্ট সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধীদের পথ দেখাবে এবং নিরাপত্তা বৃদ্ধি করবে।
এসময় রেব মহাপরিচালক আরো বলেন, স্মার্ট ছড়িটি তিন মিটার পর্যন্ত সনোগ্রাফিক ভিউ থেকে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি প্রতিবন্ধকতা সম্পর্কে নির্দেশনা পাবেন। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষনা দিয়ে রেবের অতিরিক্ত মহাপরিচালক বলেন অন্ধজনরা দৃষ্টি প্রতিবন্ধী না। তাদের চোখ বন্ধ থাকলেও তারা আলোকিত মানুষ। তিনি বলেন, সাধারণ মানুষের মতো দৃষ্টি প্রতিবন্ধীরাও দেশের একটি অংশ। এসব প্রতিবন্ধীকে অবহেলা না করে তাদের অধিকার বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান রেব কর্মকর্তারা।