মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে আন্ত:উপজেলা হ্যান্ডবল টুর্নামেন্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে আন্ত:উপজেলা হ্যান্ডবল টুর্নামেন্ট।
বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে মুখোমুখি হয় ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা দল। নির্ধারিত সময়ে ১১-১ গোলে শৈলকুপাকে হারিয়ে জয় পায় সদর উপজেলা দল। ২য় খেলায় ১৬-১ গোলে কোটচাঁদপুরে হারিয়ে জয় পায় কালীগঞ্জ। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রোববার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৩১ ডিসেম্বর। লীগ ভিত্তিতে এ খেলায় জেলার ৬টি দল অংশগ্রহণ করবে।






















