মুজিববর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের বৃক্ষ রোপন কর্মসূচী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / ১৬০২ বার পড়া হয়েছে
মুজিববর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে স্থানীয় কৃষক লীগের উদ্যোগে গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে।
সকালে হোসেনপুর উপজেলা সদরে ব্রহ্মপুত্র নদের তীরে ফলদ,বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউন রহমান হুমায়ুন। পরে একই স্থানে বিভিন্ন সংগঠনের মাঝে দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম জাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ অনেকে উপস্থিত ছিলেন।