মুজিববর্ষ উপলক্ষ্যে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শতঘন্টা মুজিব চর্চা ও “যুদ্ধাপরাধ থেকে বঙ্গবন্ধু হত্যার বিচার ও বিচারহীনতার সংস্কৃতি” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার রাতে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতে দেশটা যতদিন থাকবে দেশের মানুষ নিরাপত্তা পাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে পৃথিবীর বুকে। জুম কনফারেন্সে অন্যদের মধ্যে মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য মেহেরপুর প্রেসক্লাবের সভাপ্রতি ফজলুল হক মন্টু সেক্রেটারি আল-আমিন হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।