মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মাশরাফী বিন মোর্ত্তজার ব্যবস্থাপনায় মিনা বাজার ও ওয়ালটনের পৃষ্ঠপোষকায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে আজ থেকে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। নড়াইলের পাঁচজন খ্যাতিমান ব্যক্তির নামে পাঁচটি দল খেলায় অংশগ্রহণ করবে। দলগুলো হলো বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ একাদশ, এস এম সুলতান একাদশ, বিজয় সরকার একাদশ, মোসলেম উদ্দিন একাদশ ও নড়াইল ফাউন্ডেশন। চ্যাম্পিয়ন তিন লাখ টাকা ও রানারআপ দল দুই লাখ টাকা পুরস্কার হিসেবে অর্থ পাবে।






















