মুজিববর্ষে বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরে এনে বিচারের রায় কার্যকর করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
মুজিববর্ষে বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরে এনে বিচারের রায় কার্যকর করা হবে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন।
দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।
এ সময় তিনি আরো বলেন, করোনার সময়ে সব প্রবাসীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। আর যারা ফিরে এসেছে তারা আবার কাজে ফিরতে পারবে। এরআগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
























