মুখ থুবড়ে পড়েছে রাঙামাটির পর্যটন ব্যবসা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে একের পর এক বিধিনিষেধের ফলে মুখ থুবড়ে পড়েছে রাঙামাটির পর্যটন ব্যবসা। আয় না থাকায় পুঁজি হারাতে বসেছেন ব্যবসায়ীরা। হাজার হাজার কর্মহীন শ্রমিক মানবেতর জীবন-যাপন করছে। প্রণোদনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
করোনা সংক্রমণ রোধে একের পর এক বিধিনিষেধের ফলে জনশূন্য হয়ে পড়েছে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। গেল বছর করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে জেলার পর্যটন ব্যবসায় ধস নামে। এখন পুঁজি হারাতে বসেছে ব্যবসায়ীরা। আর, কাজ হারিয়ে মানবেতর জীবন-যাপন করছে সংশ্লিষ্ট শ্রমিকরা।
পর্যটন শিল্পকে টিকিয়ে রাখতে প্রণোদনার দাবি করেছেন ব্যবসায়ীরা।
মহামারী কেটে গিয়ে আবারও পর্যটন ব্যবসার সুদিন ফেরার আশা করছে সংশ্লিষ্টরা।





















