মুখ খুললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ঢালিউডের চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির মধ্যকার কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর এই ইস্যুতে প্রথমবারের মতো মুখ খুললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সৌদি আরবে ওমরাহ পালনরত মাহি তার ফেসবুক আইডিতে একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওর ক্যাপশনে মাহি লিখেছেন, বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতিত্তোরের ভাষা আমার জানা ছিল না, নম্রতা আমার পারিবারিক শিক্ষা। মাহি বলেন, এই বিষয় নিয়ে কথা বলার মানসিকতা তার নেই। ঐ দিন পরিস্থিতির শিকার হয়েছিলেন বলে দাবি করেন তিনি।