মুক্তিযোদ্ধার সন্তান হেলালকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতকে মুক্তিযোদ্ধার সন্তান হেলালকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নিজগাও নতুনবস্তি গ্রামের রাস্তায় মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বীরমুক্তিযোদ্ধা সবর আলীর সন্তান হেলালকে গত ২৬ নভেম্বর রাতে ছনবাড়ী বাজারের জামেয়া কোরানিয়া নোয়াকোট মাদ্রাসার দোতলায় পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে নৃংশয়ভাবে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার দীর্ঘ দিন পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে ছাতক থানা পুলিশ মামলা নেয়নি এবং কোন ধরনের তৎপরতা দেখায়নি। হেলাল হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।