মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছে বলেই দেশ স্বাধীন হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৬২৬ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছে বলেই দেশ স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম।
সকালে নড়িয়া উপজেলার বিহারী লাল উচ্চ বিদ্যালয়ের মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধ্বনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় শরীয়তপুর উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মাহবুব রহমানসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে শহীদ মুক্তিযোদ্ধা ৬০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।