৪০ জেলায় বিতরণ শেষ মুক্তিযোদ্ধাদের ডিজিটাল আইডি কার্ড ও সনদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৫২ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধাদের ডিজিটাল আইডি কার্ড ও সনদ প্রায় ৪০টি জেলায় বিতরণ শেষ হয়েছে বলে জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।
সকালে জামালপুর সদর উপজেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের অভিযোগের গণশুনানী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সার্কিট হাউজ প্রাঙ্গনে আয়োজিত গণশুনানী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক সভাপতিত্ব করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সুজায়েত আলী এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ আরো অনেকেই।





















