মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ৪টি বড় প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের তাগিদ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৫২:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
 - / ১৬২৫ বার পড়া হয়েছে
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ৪টি বড় প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব প্রকল্পের পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা শেষে তিনি এ তাগিদ দেন। মানের ক্ষেত্রে কোন আপোষ না করে প্রকল্প সংশ্লিষ্টদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পগুলো সম্পন্ন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভের তৃতীয় ধাপ, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য গৃহায়ন, মুজিব নগর স্বাধীনতা যুদ্ধ মেমোরিয়াল এবং বাংলাদেশ প্রজেক্টের ৩৬০ ডিগ্রী প্যানোরোমা তৈরী – মোট চারটি প্রজেক্টে ব্যয় হচ্ছে প্রায় তিনশো কোটি টাকা।
																			
																		













