মুক্তিযুদ্ধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন
- আপডেট সময় : ০৭:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধে বিজয় এলেও বাংলাদেশের মানুষের মুক্তি আসেনি। আর বিজয়ের এই দিনে জাতিগতভাবে সব সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করার দাবি আওয়ামী লীগ নেতাদের।
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
এ সময় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপশক্তিকে প্রতিহতের অঙ্গীকার করেন তারা।
দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকারের একদলীয় শাসনে মুক্তিযুদ্ধের চেতনা আজ ভুলুণ্ঠিত।
বিজয়ের এই দিনে সব সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করার দাবি আওয়ামী লীগ নেতাদের।
মুক্তিযুদ্ধবিরোধীদের নিষ্ক্রিয় করতে সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও বলেন কেউ কেউ।



















