মুক্তাগাছায় ডাক্তারকে মারধরের অভিযোগে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:১০ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এ এইচ এম সালেহীন মামুনকে মারধরের অভিযোগে উপজেলা যুবলীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ওই মেডিকেল অফিসার মঙ্গলবার দুপুরে হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। এ সময় উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল হক মনি তাকে কল দিয়ে বাসা থেকে তার মায়ের করোনার স্যাম্পল আনার কথা বলেন। জবাবে স্বাস্থ্য অফিসার বলেন,বাসা থেকে স্যাম্পল আনা বন্ধ। এর আধঘন্টা পর মনি তার লোকজনে নিয়ে হাসপাতালে এসে গালিগালাজ ও দরজা জানালা বন্ধ করে ডাক্তার সালেহীনকে মারধর করে। এ ঘটনায় মামলা দায়েরের পর রাতেই মাহবুবুল হক মনিকে গ্রেপ্তার করা হয়েছে।