প্রতি রাতেই নেতাকর্মীদের বাড়ি তল্লাশি ও গ্রেফতার করা হচ্ছে : মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ২১২৫ বার পড়া হয়েছে
আগামীকালের সমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে তার দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন তিনি জানান, কোন সংঘাতে জড়ানোর ইচ্ছা বিএনপির নেই। শান্তিপূর্ণ আন্দোলনেই সরকারের পতন ঘটানো হবে।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসীদল বলেই বিশৃংখলা তৈরির চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকারের দমন-নির্যাতন বেড়েই চলেছে। প্রতি রাতেই নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও গ্রেফতার করা হচ্ছে। ভয়াবহ দমন নীতি অনুসরণ করছে সরকার। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, তা হাস্যকর এবং তামাশা ছাড়া কিছুই নয়, বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।