মির্জা ফখরুলের মামলার চার্জগঠন শুনানি ২১ নভেম্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় করা বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য আসামির চার্জগঠন শুনানি পেছালো। আগামী ২১ নভেম্বর দিন ঠিক করেছে আদালত।
আজ মামলাটির চার্জ গঠনের দিন ধার্য ছিলো। কিন্ত এই মামলার আসামী তানভির আদিল বাবু, শফিউল বারী বাবুসহ তিনজন মারা গেছেন। মৃত্যু বিষয়ে আদালতে প্রতিবেদন না আসায় চার্জ গঠন শুনানি পেছানোর আবেদন করেন বিএনপি পক্ষের আইনজীবীরা। এরপর, শুনানি শেষে ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ফেরদৌসের আদালত চার্জগঠন শুনানির জন্য নতুন দিন ঠিক করেন। এ দিন আদালতে ৫১ আসামির মধ্যে ৩৫ জন হাজিরা দেন।





















