মিডিয়াকে সহনশীল হওয়ার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রী মোমেনের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
বর্তমান সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করে না, ফলে মিডিয়াকে সহনশীল হওয়ার অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন,বক্তব্য অন্যভাবে উপস্থাপন করলে দুঃখ লাগে।
দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলে দেশে সহনশীলতা আছে, সাম্প্রদায়িক কোন সহিংসতা নেই, সবার সাথে সম্প্রতি আছে, দেশে উন্নয়ন হয়েছে। দ্রব্যমূল্যর উর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ভেঙ্গে দেয়া হবে বলেও জানান পরারাষ্ট্রমন্ত্রী। এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।