মা ও বোনের ওপর পুলিশী নির্যাতন সইতে না পেরে এক যুবক আত্মহত্যা

- আপডেট সময় : ০৭:১৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ডবলমুরিং বড় মসজিদ এলাকায় মা ও বোনের ওপর পুলিশী নির্যাতন সইতে না পেরে সালমান ইসলাম মারুফ নামের এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেছে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাকে চ্যালেঞ্জ করলে মারুফের সঙ্গে তার হাতাহাতি হয়। এসময় ওই ব্যক্তি নিজেকে পুলিশের সোর্স হিসেবে পরিচয় দেয়। কিছু সময় পর ডাবলমুরিং থানার পুলিশ এসে মারুফকে তুলে নিয়ে যেতে চাইলে স্থানীয়রা বাধা দেয়। একপর্যায়ে তার মা ও বোনকে তুলে নিয়ে যায় পুলিশ। বিষয়টি সইতে না পেরে ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মারুফ। তবে পুলিশের দাবি- মাদক মামলার কথিত আসামী মারুফকে ধরতে গেলে বাধা দেয় তার স্বজনরা। এসময় এক নারী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এ সময় ওই যুবক আত্মহত্যা করে। তবে এ ঘটনায় অভিযুক্ত ডাবলমুরিং থানার এসআই হেলাল খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।