২৮ তারিখে সমাবেশে রাজপথ দখল করার হুঁশিয়ারি মান্নার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১৭৯৪ বার পড়া হয়েছে
জনগণের মধ্যে এখন আর ভয় নেই মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার ভয় দেখিয়ে ১৫ বছর দেশ শাসন করেছে। এখন মানুষের ভয় ভেঙে গেছে।
দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, মানুষ যখন ঘুরে দাঁড়াবে,সরকার তখন পালানোর পথ পাবে না।
২৮ তারিখে সমাবেশে রাজপথ দখল কররা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,এবারের লড়াই হবে সরকারের দুর্নীতি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। যা প্রতিহত করার ক্ষমতা সরকারের নেই বলে জানান তিনি। বলেন,সরকার এখন পুলিশ বাহিনীকে বিশ্বাস করে না । তাই পুলিশের প্রভাব কমিয়ে,আনসারকে ক্ষমতা দেয়া হচ্ছে। বিএনপিসহ বিরোধী দলগুলো গত দেড় বছরে প্রমাণ করেছে তারা শান্তি পূর্ণ আন্দোলনে বিশ্বাসী বলে জানান মান্না।