মাস্ক ব্যবহারে বাধ্য করতে দেশজুড়ে প্রচারণামূলক কার্যক্রম শুরু

- আপডেট সময় : ০৭:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৭১২ বার পড়া হয়েছে

Coronavirus in China. Novel coronavirus (2019-nCoV), people in white medical face mask. Concept of coronavirus quarantine vector illustration. Seamless pattern.
মাস্ক ব্যবহারে বাধ্য করতে দেশজুড়ে শুরু হয়েছে প্রচারণামূলক কার্যক্রম। এরই অংশ হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সকালে বর্ণাঢ্য রেলী বের করে। অন্যদিকে কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রম চলছে।
জনসাধারণকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা। সকালে বিভাগের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তারা অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ারও আহ্বান জানিয়েছেন। মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার উদ্যোগে দ্বিতীয় দফায় করোনার ঢেউ ঠেকাতে মাস্ক ব্যবহারে জনসচেতনতা বাড়াতে রেলী বের করে। বর্নাঢ্য রেলিটি সদর রোড ও জেলখানা মোড় ঘুরে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।
কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে প্রচারণামূলক কার্যক্রম সকালে শুরু হয়। মাস্ক পড়ুন, সেবা নিন এই প্রতিপাদ্যে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের নির্দেশে জেলার সকল দপ্তরের সামনে আধঘন্টা প্রচারণা চালানো হয়। এ সময় জেলার সকল সরকারি ও বেসরকারি দপ্তরে মাস্ক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেয়া হয়।