মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করায় এক বাংলাদেশি শিক্ষার্থী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ১৮৬৪ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করায় এক বাংলাদেশি শিক্ষার্থী আটক হয়েছেন। একটি সবজির দোকানে কর্মরত অবস্থায় তাকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ।
মালয়েশিয়ায় বিদেশী শিক্ষার্থীদের কাজের অনুমতি নেই। ফলে অনেক শিক্ষার্থী অবৈধভাবে কাজ করে অর্থ উপার্জন করেন। তাদের অনেকে অভিবাসন বিভাগের হাতে ধরাও পড়ছেন।একইভাবে অবৈধভাবে কাজ করতে গিয়ে আটক হয়েছেন এক বাংলাদেশি শিক্ষার্থী। গত বছরের সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ার ক্লাং উপত্যকার একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী হয়ে আসেন তিনি।
আটক বিদেশিদের মধ্যে ১৮ জন বাংলাদেশি, ১ জন ইন্দোনেশীয় এবং ৪ জন মিয়ানমারের নাগরিক।























