মানুষের চা পানের অভ্যাস বেড়ে যাওয়ায় চা-রপ্তানি করা কঠিন হয়ে পড়ছে
- আপডেট সময় : ০৭:১৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
মানুষের চা পানের অভ্যাস বেড়ে যাওয়ায় চা-রপ্তানি করা কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দেশে চায়ের উৎপাদন বাড়লেও রপ্তানি কমছে। কারণ দেশে তৃণমূলের মানুষের অর্থনৈতিক উন্নতি হওয়ায় চা খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।
শুক্রবার সকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ চা-বোর্ডের উদ্যোগে ‘মুজিববর্ষের অঙ্গীকার, চা শিল্পের প্রসার’ শ্লোগানে দেশে প্রথম জাতীয় চা দিবস এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ৯৬ মিলিয়ন কেজি চা উৎপাদনের রেকর্ড করেছে বাংলাদেশ। হয়তো এ বছর কিংবা আগামী বছর এটা ১শ’ ছাড়িয়ে যাবে। অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ চা বোর্ডের গবেষণা প্রতিষ্ঠান বিটিআরআই কর্তৃক উদ্ভাবিত উন্নতজাতের ক্লোন বিটি-২২ ও বিটি-২৩ চা অবমুক্ত করেন।অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারী চা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এ শিল্পে অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।
















