মানুষের আর্থ-সামাজিক মুক্তির জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মানুষের আর্থ-সামাজিক মুক্তির জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প রাজনৈতিক দল নেই। দেশের উন্নয়নের মূল্যায়নে এটাই সবচে’ বড় সত্য বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় মন্ত্রী আরো বলেন, ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগের মত জনপ্রিয় সংগঠনের টিকে থাকা নিয়ে সংশয় ছিল। তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব, সেই অসম্ভবকে সম্ভব করেছে এবং আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ হয়েছে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্রের বিষয়ে তরুণদের সচেতন থাকার আহ্বানও জানান তিনি।