মানিকগঞ্জে বিদেশফেরত ৫৯ জনকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
করোনার জীবাণু থাকতে পারে এমন আশঙ্কায় মানিকগঞ্জে বিদেশফেরত ৫৯ জনকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
সিভিল সার্জন আরো জানান, জেলার কয়েকটি উপজেলার ওই সব ব্যক্তিরা বিভিন্ন দেশ থেকে বাড়িতে ফিরেছেন। তাঁদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৪ নারীসহ ৩২ জন, সাটুরিয়ায় ১৮ জন, শিবালয়ে ৬ জন, দৌলতপুরে ২ জন এবং সিঙ্গাইরে এক ব্যক্তি আছেন। তাঁরা ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। তাদের সবাইকে নিজ-নিজ বাসায় বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। এছাড়াও তাদের স্বজনদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।