মানসম্মত শিক্ষা নিশ্চিতে প্রাথমিক বিদ্যালয়গুলো একযোগে কাজ করছে – প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হাসান।

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
মুজিববর্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলো একযোগে কাজ করছে বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হাসান।
মাগুরায় মানসম্মত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের সঙ্গে পরিদর্শন শেষে তিনি এতথ্য জানান। আকরাম আল হাসান জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উন্নয়ন সহযোগিদের কাংখিত লক্ষ্য পূরণে শিক্ষক-কর্মকর্তারা নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছেন। উন্নয়ন সহযোগিরা তাদের এসব কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন বলেও জানান তিনি। এ সময় তার সঙ্গে এডিবি, ইউরোপিয়ান ইউনিয়ন, জাইকা, ইউনেস্কো এবং ইউনিসেফসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।