মানসম্পন্ন ভ্যাকসিনের সার্বজনীন ও ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:১৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস মোকাবিলায় মানসম্পন্ন ভ্যাকসিনের সার্বজনীন ও ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করাসহ তিনটি বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে ইউএনজিএ’র ৩১তম বিশেষ অধিবেশনে পূর্ব রেকর্ডকৃত বক্তব্যে এ আহবান জানান তিনি। স্থানীয়ভাবে উৎপাদনে উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তর এবং মহামারী পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আর্থিক সহায়তা প্রদানে জরুরি মনোযোগ এবং আরও বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, বাংলাদেশের সক্ষমতার কথা উল্লেখ করে সুযোগ পেলে নিজেদের ভ্যাকসিন তৈরি করার প্রস্তুতির কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দু’দিনের এ বিশেষ অধিবেশন ডেকেছেন জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম-এর বর্তমান চেয়ার আজারবাইজান এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল।


















