মাদারীপুরে ট্রাকের চাপায় এক প্রবাসী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৬৪০ বার পড়া হয়েছে
মাদারীপুরে ট্রাকের চাপায় এক প্রবাসী নিহত হয়েছেন।
রোববার বিকেলে সদর উপজেলার শেখ হাসিনা সড়কের মোস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে মোস্তফাপুর মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ইতালী প্রবাসী জামালকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে মারা যান তিনি। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
















