মাদারীপুরে আওয়ামী লীগে নেতা হত্যাচেষ্টা মামলায় স্ত্রী গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী মিলি আক্তারসহ কথিত প্রেমিক সাইদুর রহমান কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার মিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ২০ আগস্ট ভোররাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদকে পাথর দিয়ে মাথায় গুরুতর আঘাত করে স্ত্রী মিলি আক্তার। প্রথমে ইলিয়াসকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। এ ঘটনায় স্ত্রী মিলি ও অজ্ঞাত আরো ৫ জনসহ মোট ২৩ জনকে আসামী করে সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন ইলিয়াস। পরে মিলি ও তার কথিক প্রেমিক সাইদুর রহমানকে ঢাকার মিরপুরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।