মাদারীপুরে অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
মাদারীপুরে অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মাদারীপুর জেলাকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ জেলা।
১০ নভেম্বর শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় ৭টি দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে মাদারীপুরের আছমত আলী খান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি শাজাহান খান। বিশেষ অতিথি চিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এবং ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান। এসময় শাজাহান খান বলেন, শুধু খেলাধুলার ক্ষেত্রেই নয়, শেখ হাসিনা সরকারের আমলে সব ক্ষেত্রেই এগিয়ে চলছে নারীরা। জাতীয় পর্যায়ে নারী খেলোয়াড় তৈরী করতে স্কুল থেকে শুরু হয়েছে বাছাই পর্ব। পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে প্রশিক্ষণের।



















