মাদারীপুরের সাবেক চেয়ারম্যান দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিবর রহমান বালীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজিবর রহমান বালী রাত ৮টার দিকে শরীয়তপুরের জয়নগর একটি সালীস বৈঠক শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে রায়পুর নামক স্থানে পৌঁছলে তার মোটরসাইকেলের গতিরোধ করে একদল দুর্বৃত্ত। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে, তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।