মাদারীপুরের শিবচরে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন হায়দারের সোতারপাড় এলাকার নির্বাচনী ক্যাম্পে আজিজুলের সাথে ইদ্রিস আকনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মোহাম্মদ নুরুল হক শিকদার এর পক্ষে দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে হামলা চালিয়ে জাকির হোসেন হায়দারের নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে ও সমর্থকদের বেদম মারধর করে। এ সময় হামলাকারীরা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ও তার সমর্থকদের ঘরবাড়ি ভাংচুর করে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।























